ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

গাজায় ইসরায়েলি হামলায় স্কুলে প্রাণ হারালো ১৭ জন

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০৪-০৮-২০২৪ ১১:৪১:৩৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৪-০৮-২০২৪ ১১:৪১:৩৭ পূর্বাহ্ন
গাজায় ইসরায়েলি হামলায় স্কুলে প্রাণ হারালো ১৭ জন গত বছরের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ চলছে

গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ১৭ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। শনিবার (৩ আগস্ট) গাজা সিটির শেখ রেদওয়ানে একটি স্কুল ভবনে এই হামলা ঘটে, যেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

 

গাজার সিভিল ডিফেন্স এজেন্সি ইসরায়েলি হামলায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, হামামা স্কুলে এই হামলায় ১৭ জন শহিদ হয়েছেন এবং অনেকেই আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশিরভাগই শিশু।

 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘর্ষে এ পর্যন্ত ৩৯ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং অন্তত ৯০ হাজার মানুষ আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর এই হামলায় ফিলিস্তিনিদের মানবিক পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠেছে। গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এবং এই সংঘর্ষের দ্রুত সমাধান খোঁজার আহ্বান জানানো হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ