ঢাকা , মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

এবার আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত

আপলোড সময় : ১২-০৫-২০২৫ ১০:৩৫:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৫-২০২৫ ১০:৩৫:৫১ অপরাহ্ন
এবার আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত
রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের পর এবার দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল নির্বাচন কমিশন (ইসি)। 

সোমবার (১২ মে) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে। এরপরই বিকেল সাড়ে পাঁচটার দিকে সিইসি এএম নাসিরুদ্দিনের নেতৃত্বে কমিশন সভায় বসে ইসি।

কমিশন সভায় প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ও আব্দুর রহমানেল মাছউদ উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ, আইন শাখার যুগ্ম সচিব ফারুক আহমেদ সহ কর্মকর্তারা আইনি দিকগুলো তুলে ধরেন।

চার ঘণ্টা বৈঠক শেষে  রাত সোয়া ৯ টায় ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে।

তিনি বলেন, আপনারা জানেন যে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেছে। তার ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো।

কোন গ্রাউন্ডে এই নিবন্ধন স্থগিত করা হলো জানতে চাইলে ইসি সচিব আকতার আহমেদ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন তার ধারাবাহিকতায় আমরা এটা করেছি।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ