ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রির তারিখ নির্ধারণ
আপলোড সময় :
১২-০৫-২০২৫ ০৫:৫৬:৫৯ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৫-২০২৫ ০৫:৫৬:৫৯ অপরাহ্ন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২১ মে থেকে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ৭ জুন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরে বিশেষ ব্যবস্থায় সাত দিনের টিকিট বিক্রি হবে।
সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত অংশীজন সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ৩১ মে থেকে ঈদযাত্রা শুরু হবে, যা চলবে ৬ জুন পর্যন্ত। পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট ২টায় বিক্রি শুরু হবে।
রেল সচিব অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করে বলেন, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মে তারিখের টিকিট বিক্রি হবে ২১ মে; ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে; ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে; ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে; ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে; ৫ জুনের টিকিট বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে।
সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স