কাঁকরোল ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
আপলোড সময় :
১২-০৫-২০২৫ ০১:০৭:৪১ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৫-২০২৫ ০১:০৭:৪১ অপরাহ্ন
চট্টগ্রামের বাঁশখালীতে কাঁকরোল ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মোহাম্মদ ফিরোজ (৩৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (১২ মে) সকাল ৯টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপ ক্ষেতখোলায় এ ঘটনা ঘটে। নিহত মো. ফিরোজ পূর্ব শীলকূপ ইসমাইল সিকদার পাড়া এলাকার মৃত মো. এয়াকুবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পূর্ব শীলকূপ ক্ষেতখোলায় মো. ফিরোজ তার নিজের কাঁকরোল ক্ষেতে ফুল লাগাচ্ছিল। সকাল ৯টার দিকে বৃষ্টিপাতের পূর্বেই হঠাৎ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে ওই কৃষক ঘটনাস্থলে মারা যান। ফিরোজের তিন ছেলে সন্তানের জনক।
শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী বলেন, ‘বজ্রপাতে মৃত ওই কৃষকের শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, বজ্রপাত দেখে বা ভয়ে তিনি মারা যান।’
বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, ‘শীলকূপ ইউনিয়নে বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হবে।’
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স