এবার ভারতীয় সংবাদমাধ্যমকেই ধুয়ে দিলেন ঋত্বিক
আপলোড সময় :
১১-০৫-২০২৫ ১১:৪৫:২৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
১১-০৫-২০২৫ ১১:৪৫:২৫ পূর্বাহ্ন
পশ্চিমবঙ্গের রিপাবলিক টিভির বিতর্কিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে গাধা ইঙ্গিত করে পোস্ট দিয়ে আলোচিত হন জনপ্রিয় ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। পাকিস্তান-ভারতের উত্তেজনার মধ্যে এবার দেশটির সংবাদমাধ্যমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এ অভিনেতা।
শনিবার (১০ মে) ফেসবুকের ভেরুফাইড আইডিতে দেওয়া এক পোস্টে ঋত্বিক লেখেন, ‘আমাদের এখানে নিউজ চ্যানেল গুলো কি ভালো ফিকশান কন্টেন্ট বানাচ্ছে!’
রসিকতার আড়ালে তিনি মূলত ভারতীয় সংবাদমাধ্যমের পাক-ভারত যুদ্ধের খবর অতিরঞ্জিত করে দেওয়ার বিষয়টিকে কটাক্ষ করেছেন। পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনদের মন্তব্যে এর ইঙ্গিত মিলেছে।
এক নেটিজেন লিখেছেন, ‘প্রতিটি ছায়াছবির ভিএফএক্স, সঞ্চালকের অভিনয় এবং সাইরেনের আবহসংগীত মন কাড়ছে। আপামর জনগণকে বাংলা নিউজ ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘তাও ভিডিও গেম এর ফুটেজ দিয়ে।’
ভারত-পাকিস্তান উত্তেজনাকে কেন্দ্র করে ভারতের নানা মিডিয়ায় অপপ্রচারের অভিযোগ উঠেছে। এমন উত্তপ্ত আবহের সুযোগ নিতে গিয়ে ইন্টারনেট থেকে নেওয়া কিছু ভুয়া ভিডিও ও ছবি নিয়ে সেদেশের শীর্ষ সংবাদমাধ্যমগুলো পাকিস্তানে হামলার দৃশ্য বলে চালিয়ে দিচ্ছে। যা নিয়ে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাও ভারতীয় সংবাদমাধ্যমকে কটাক্ষ করেছেন। তিনি ভারতীয় চ্যানেলের খবরকে ‘সার্কাস’ বলে পোস্ট দিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স