নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে মোদির জরুরি বৈঠক
আপলোড সময় :
১০-০৫-২০২৫ ০৭:০১:২৩ অপরাহ্ন
আপডেট সময় :
১০-০৫-২০২৫ ০৭:০১:২৩ অপরাহ্ন
পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে তিন বাহিনীর প্রধান, নিরাপত্তা পরামর্শক ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার (১০ মে) অনুষ্ঠিত বৈঠকে উদ্ভূত পরিস্থিতিতে সার্বিক বিষয় নিয়ে বৈঠকটিতে আলোচনা হয়।
সরকারি সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা জোরদার, প্রতিরক্ষা প্রস্তুতি, এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন দিক নিয়ে এই উচ্চপর্যায়ের বৈঠকে মতবিনিময় হয়।
এ মুহূর্তে উপমহাদেশে যে নতুন করে উত্তেজনার আবহ তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে এ বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
বুধবার (৭ মে) ভারতের হামলার পর শুক্রবার ফের পাকিস্তানে হামলা করে ভারত। পরে গতকাল রাতে পাকিস্তানও ভারতের কয়েকটি সেনাঘাঁটিতে হামলা চালায়। ভারত অভিযোগ করে, পাকিস্তান তার সেনাবাহিনীকে তাদের সৈন্যদের সামনের দিকে নিয়ে আসছে, যা পরিস্থিতি আরও খারাপ করার ইঙ্গিত দেয়।
ভারত দাবি করেছে, পাকিস্তান তাদের সেনাদের সীমান্তের দিকে আনছে এবং হামলার প্রস্তুতি নিচ্ছে। এমন পরিস্থিতিতে শনিবার সকালে পাক সেনাপ্রধানকে ফোন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি উভয় দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দেন।
এ ছাড় সংঘাত বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য দেশদুটিকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও বৃহত্তম অর্থনীতির দেশগুলোর জোট জি-৭।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স