ঢাকা , রবিবার, ১১ মে ২০২৫ , ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

আ.লীগ নিষিদ্ধের দাবি ঘিরে নতুন ঘোষণা

আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০২:৫৬:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০২:৫৬:০৩ অপরাহ্ন
আ.লীগ নিষিদ্ধের দাবি ঘিরে নতুন ঘোষণা
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’র ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (১০ মে) দুপুর ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে তিনি ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’র ডাক দেন।

ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, প্রিয় দেশবাসী, আপনারা জানেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত দুই দিন ধরে ছাত্র-জনতা রাস্তায় অবস্থান করছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই অবস্থান কর্মসূচি চলছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে দলমত নির্বিশেষে বাংলাদেশের সর্বস্তরের ছাত্র ও নাগরিকরা স্বৈরাচারের পতন ঘটাতে সক্ষম হলেও, এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিস্ট ও সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেনি।

তিনি লেখেন, গত দুই দিনে এই আন্দোলনকে বিভিন্ন মহল থেকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে। নানাভাবে আন্দোলনকে বিতর্কিত ও বিভক্ত করার প্রচেষ্টা চলছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই আন্দোলন কোনো একক দলের বা মতের নয়। বাংলাদেশের সর্বস্তরের ছাত্র-জনতা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একত্রিত হয়েছে।

‘‘সবার ঐক্যমতের ভিত্তিতে এখন থেকে আমাদের সব কর্মসূচি ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’ ব্যানারে পালিত হবে।’’

‘ঢাকাসহ সারাদেশের ছাত্র-জনতাকে আহ্বান জানানো হচ্ছে- আসুন, আমরা সবাই জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ হই। আমাদের লক্ষ্য এক ও অভিন্ন। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত গণঅভ্যুত্থানপন্থী সকল মত ও দল একত্রে আন্দোলন চালিয়ে যাবে। জুলাই এখনো শেষ হয়ে যায়নি। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গণঅভ্যুত্থানের শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকবে, ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’।

এদিকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি। এছাড়া হাসনাত আব্দুল্লাহর পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শনিবার বিকেল ৩টা থেকে রাজধানীর শাহবাগ এলাকায় গণজমায়েত কর্মসূচিও পালন করা হবে।

শনিবার বেলা দেড়টায় শাহবাগ এলাকা ঘুরে দেখা যায়, বন্ধ রয়েছে শাহবাগ মোড়ের চারিদিকের রাস্তা। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবা প্রদানকারী যানবাহনগুলোকে যাতায়াতের সুযোগ করে দেওয়া হচ্ছে। 

আন্দোলনকারীরা বলছেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা শাহবাগ অবরোধ কর্মসূচি অব্যাহত রাখবেন।

এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে রাতভর অবস্থান এবং মিন্টো রোডের মোড়ে মঞ্চ তৈরি করে বিক্ষোভের পর গতকাল শুক্রবার বিকেল থেকে শাহবাগ মোড় অবরোধ করেছেন জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল রাতেও শাহবাগে অবস্থান করেন আন্দোলনকারীরা। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন।

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শুক্রবার দিবাগত রাত চারটার দিকে নিজের ফেসবুক পেজে এক পোস্টে শাহবাগ ছাড়া ঢাকা বা সারা দেশের মহাসড়কে ব্লকেড না দিতে আহ্বান জানান। 

এ পোস্টে তিনি লেখেন, ‘ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দিবেন না। জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না। ব্লকেড খুলে দিন।’

এছাড়াও শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনটি দাবি উল্লেখ করে ফেসবুকে পোস্ট দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দাবিগুলো হলো- আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে এবং জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ