ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

ফিলাডেলফিয়ায় মসজিদ প্রাঙ্গণে গুলিতে মুসল্লি নিহত

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ০৩-০৮-২০২৪ ০৫:০৩:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৮-২০২৪ ০৫:০৪:৩০ অপরাহ্ন
ফিলাডেলফিয়ায় মসজিদ প্রাঙ্গণে গুলিতে মুসল্লি নিহত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যের ফিলাডেলফিয়া শহরে আল-আকসা ইসলামিক সেন্টার মসজিদ। ছবি: সিএনএন

পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া শহরে এক মসজিদের প্রাঙ্গণে গুলি করে এক মুসল্লিকে হত্যা করা হয়েছে। নয় মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল।

 

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ফিলাডেলফিয়া শহরের জার্মান টাউন অ্যাভিনিউয়ের আল-আকসা ইসলামিক সেন্টার মসজিদের পার্কে গাড়ি রেখে আসরের নামাজ আদায়ের জন্য মসজিদে প্রবেশের সময় এ হত্যাকাণ্ড ঘটে।

 

সিবিএসের বরাতে জানা যায়, পুলিশ নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত না জানালেও বলা হয়েছে তিনি ৪৩ বছর বয়সি একজন কৃষ্ণাঙ্গ মুসলমান।

 

ফিলাডেলফিয়া শহর পুলিশের প্রধান পরিদর্শক স্কট স্মল সিএনএনকে জানিয়েছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে হত্যার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।

 

একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলতে পেরেছেন বলে স্টক স্মল সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

 

তিনি বলেন, বিকাল ৫টার কিছু আগে জরুরি নম্বর ৯১১ এ কয়েকবার কল আসে। তারা জানতে পারেন, আল-আকসা ইসলামিক সেন্টার মসজিদে গুলি চলছে। পুলিশ এসে দেখতে পায়, মসজিদের পার্কিং লটে একজনের নিথর দেহ পড়ে আছে।

 

ফিলাডেলফিয়া শহরের জার্মান টাউন অ্যাভিনিউয়ের আল-আকসা ইসলামিক সেন্টার মসজিদের এই পার্কিং লটে হত্যা করা হয় কৃষ্ণাঙ্গ ওই মুসল্লিকে। ছবি: সিএনএন। ফিলাডেলফিয়া শহরের জার্মান টাউন অ্যাভিনিউয়ের আল-আকসা ইসলামিক সেন্টার মসজিদের এই পার্কিং লটে হত্যা করা হয় কৃষ্ণাঙ্গ ওই মুসল্লিকে। ছবি: সিএনএন।

 

সিএনএন লিখেছে, পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, টেম্পল ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হলে বিকাল ৫টা ১৩ মিনিটে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়।

 

স্কট স্মল বলেছেন, ভিডিও ফুটেজে সন্দেহভাজন হত্যাকারীকে দেখা গেছে, তার গায়ে কালো পোশাক ছিল। ১৭ রাউন্ড গুলি চালানোর পর হেঁটে কিছু দূর এগিয়ে একটি কালো গাড়িতে চড়ে স্থান ত্যাগ করেন তিনি।
 

“কয়েক ফুট দূরত্ব থেকে গুলি করতে শুরু করে বন্দুকধারী। এতে ওই কৃষ্ণাঙ্গ মুসল্লি মাটিতে লুটিয়ে পড়লে হত্যাকারী তার দেহের ওপর উঠে দাঁড়িয়ে আরও কয়েক রাউন্ড গুলি চালায়।”

 

ফিলাডেলফিয়া নগর পুলিশের প্রধান বলেন, “এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ, হামলার সময় ওই ব্যক্তির সঙ্গে আরও একজনকে মসজিদের দিকে হেঁটে যেতে দেখা যায়। বন্দুকধারী তাকে লক্ষ্য করে কোনো গুলি চালায়নি।”

 

পেনসিলভানিয়ার সিনেটর বব ক্যাসি বলেছেন, তার কার্যালয় থেকে এই হামলার বিষয়ে খোঁজ-খবর রাখা হচ্ছে। প্রত্যেক নাগরিকের নিজের বিশ্বাস চর্চার সুযোগ পাওয়া উচিত রাজ্য প্রতিনিধি ক্রিস ববও গভীর সমবেদনা জানিয়েছেন। পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো বলেছেন, এ ধরনের হামলা ধর্ম চর্চাকারী মানুষের জন্য যন্ত্রণাদায়ক ও মানসিক কষ্টের কারণ। এ ঘটনার তদন্ত চলছে।

 

এবিসি নিউজ বলেছে, পুলিশ এখনও হত্যাকারীকে খুঁজে পায়নি। হত্যায় ব্যবহৃত বন্দুকেরও সন্ধান মেলেনি। তবে হত্যাকারীর সন্ধান চেয়ে ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে ফিলাডেলফিয়া পুলিশ, লিখেছে এবিসি নিউজ।

 

নয় মাস আগে ২০২৩ সালের ২৯ অক্টোবর সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায়ের জন্য এই মসজিদের অদূরে আপার ডারবি সিটিতে মসজিদ আল-মদিনার পার্কিং লটে গাড়ি রাখার পরই গুলি করে হত্যা করা হয় মাহবুব রহমান (৬৫) নামে এক বাংলাদেশিকে।
 

সেই নৃশংসতার ভীতি মুসল্লিরা এখনও কাটিয়ে উঠতে পারেননি। তার মধ্যে একই কায়দায় আরেকজন মুসল্লিকে হত্যার ঘটনায় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে নতুন করে ভয় ছড়িয়ে পড়েছে।






 

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ