ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

‘জুলাই স্পিরিটের’ প্রতারণাকারীরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন: শিবির সভাপতি

আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ০২:২০:০২ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ০২:২০:০২ অপরাহ্ন
‘জুলাই স্পিরিটের’ প্রতারণাকারীরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন: শিবির সভাপতি
জুলাই স্পিরিটের সঙ্গে প্রতারণা করলে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

শুক্রবার (৯ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে জাহিদুল ইসলাম লিখেছেন, ‘শহীদের রক্তে রঞ্জিত ‘জুলাই স্পিরিটের’ সাথে যারাই প্রতারণা করবে, তারাই আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।’

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নিকট জুলাইকে হেরে যেতে দেব না। আমাদের লক্ষ্য ‘চূড়ান্ত বিপ্লব’। ইনশাআল্লাহ।’

গতকাল রাত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি চলছে। এ কর্মসূচিতে অংশ গ্রহণ করার ঘোষণা দেয় ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন জুলাই গণ-অভ্যুত্থানের সংগঠক ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগাতুল্লাহ। সিবগাতুল্লাহ লেখেন, ‘যমুনায় আসতেছি। দেশের মানুষের জন্য আমরা আছি, ইনশাআল্লাহ।’

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ