ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

বিলে পড়েছিল যুবকের মরদেহ

আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ০২:১৮:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ০২:১৮:০৯ অপরাহ্ন
বিলে পড়েছিল যুবকের মরদেহ
নড়াইলের লোহাগড়া উপজেলায় বিলের মধ্য থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত যুবকের নাম সালমান খন্দকার (২৬)। তিনি উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে।

উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিল থেকে আজ শুক্রবার (৯ মে) সকাল ৮টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত সালমান ও তার বন্ধুরা লোহাগড়া উপজেলার রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে পিকনিক করেন। পিকনিক শেষে শামুকখোলা নিজ বাড়িতে এসে কিছুসময় পর আবার বের হন।

এরপর তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

শুক্রবার (৯ মে) সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিলের মধ্যে একটি অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

অজ্ঞাত মরদেহ পাওয়ার খবরে সালমানের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ শনাক্ত করে।

লোহাগড়া থানা পুলিশের ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ