মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা
আপলোড সময় :
০৯-০৫-২০২৫ ০২:১৬:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০৫-২০২৫ ০২:১৬:৩৫ অপরাহ্ন
আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবিতে আজ (শুক্রবার) জুমার নামাজের পর বড় জমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারায় এ জমায়াতের জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে। দুপুর ১২টার পর যমুনার সামনে থেকে সরে এসে আন্দোলনকারীরা মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন।
শুক্রবার (৯ মে) দুপুর সাড়ে ১২টায় যমুনার পূর্ব পাশে ফোয়ারায় এ চিত্র দেখা গেছে। এসময় উপস্থিত ছাত্র-জনতাকে স্লোগান দিতে দেখা গেছে। তাদের স্লোগান ছিল, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগকে ব্যান করো’এবং ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’।
সমাবেশস্থলে আন্দোলনকারীদের নিয়ে জুমার নামাজ পড়ার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ হাদী।
এদিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের রাস্তার দিক থেকে কাকরাইল মসজিদের দিকের রাস্তায় ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে রেখেছে পুলিশ।
গতকাল রাত ১০টা থেকে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এ কর্মসূচি শুরু হওয়ার পর এতে ক্রমেই যোগ দিয়েছেন ছাত্র-জনতা। অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও।
এ কর্মসূচিতে এনসিপির পাশাপাশি যোগ দিয়েছে আপ বাংলাদেশ, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্রশিবির, জুলাই ঐক্য, গণতান্ত্রিক ছাত্র সংসদ, কওমী মাদরাসার শিক্ষার্থী, ইনকিলাব মঞ্চসহ ছাত্র পক্ষের নেতাকর্মীরা। এ ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অংশ নিয়ে অবস্থান কর্মসূচিতে স্লোগান দেন নাহিদ ইসলামও। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা সরকারের বাইরে এবং ভেতরে সেই দাবি বলেছি। কিন্তু আজকে নয় মাস পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আমাদের আবার রাজপথে নামতে হয়েছে।’
এ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে ইন্টেরিমকে আর সময় দিতে রাজি নই, লাশ হয়ে ফিরব না হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, যে ইন্টেরিম আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে পারে না, সেই ইন্টেরিমকে গদি থেকে টেনে-হিঁচড়ে নামাতে দুইবার ভাবব না। যে আসিফ নজরুল শহিদের রক্তের সঙ্গে গাদ্দারি করছে, সেই আসিফ নজরুলকে আমরা চাই না।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স