যমুনার সামনে ছাত্র-জনতার জুমার নামাজ আদায়
আপলোড সময় :
০৯-০৫-২০২৫ ০২:১২:৪৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০৫-২০২৫ ০২:১২:৪৪ অপরাহ্ন
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে নামাজ আদায় করছেন বিক্ষোভরত ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (৯ মে) দুপুর ১টার দিকে দেখা যায়, বিক্ষোভকারীরা নামাজের প্রস্তুতি নিচ্ছেন। কেউ জায়নামাজ, কেউ বাংলাদেশের পতাকা, কেউ রুমাল বিছিয়ে রাস্তায় বসে পড়েন।
প্রথমে তারা সুন্নত নামাজ পড়ে ইকামত দেন। এরপর জুমার নামাজের খুতবা পড়া হয়। জুমার নামাজ শুরু হয় দুপুর একটা ১০ মিনিটে। জুমার নামাজের ইমামতি করেন এনসিপি নেতা মাওলানা সানাউল্লাহ।
নামাজের শুরু থেকেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ব্যারিকেড দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেন। সেখানে পুলিশ এবং স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।
বুধবার (৭ মে) গভীর রাতে চুপিসারে আওয়ামী লীগ আমলের দুইবারের রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের প্রেক্ষাপটে দলটির বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জোরদার হয়। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন প্লাটফর্ম এক্ষেত্রে সরকারের সদিচ্ছার বিষয়েও প্রশ্ন তোলে।
এর আগে, বৃহস্পতিবার রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে এনসিপি। শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে দেখা যায়, যমুনার প্রধান ফটলের সামনে বিক্ষোভ করছেন এনসিপির নেতাকর্মীরা। আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।
এতে আরও যোগ দিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, আপ বাংলাদেশ, জুলাই ঐক্য, গণতান্ত্রিক ছাত্র সংসদ, কওমী মাদরাসার শিক্ষার্থী, ইনকিলাব মঞ্চসহ গণঅভ্যুত্থানের পক্ষের নেতা-কর্মীরা। এ ছাড়া বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত হচ্ছেন।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার বাদ জুমা বড় জমায়েতের ডাক দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে মিন্টুরোডের পানির ফোয়ারার সামনে এই জমায়েত হবে। এতে দল মত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এদিন সকালে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে এই জমায়েতের ডাক দেন হাসনাত আবদুল্লাহ।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। জনরোষের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। জাতিসংঘের হিসাব মতে, ওই অভ্যুত্থানে হাসিনার নির্দেশে নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারদের হামলাসহ সহিংসতায় এক হাজার চারশ’ জন নিহত হন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তাদের বিচার দাবিতে সোচ্চার ছিলেন অভ্যুত্থানে সক্রিয় ছাত্র-জনতা।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স