পরবর্তী করণীয় নিয়ে তোড়জোড় ভারত ও পাকিস্তানে
আপলোড সময় :
০৮-০৫-২০২৫ ০২:০১:২০ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৫-২০২৫ ০২:০১:২০ অপরাহ্ন
ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, হামলা চালিয়ে ভারত ভুল করেছে, এর মূল্য তাদের দিতে হবে। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে সীমান্তের নিয়ন্ত্রণ এলাকায় (এলওসি) ব্যাপক গোলাবর্ষণ অব্যাহত রয়েছে পাকিস্তানি সেনারা।
অন্যদিকে, বৃহস্পতিবার ভোরেও পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবে আবারো হামলা চালিয়েছে ভারত। দুই দেশের পাল্টাপাল্টি হামলায়, পাকিস্তানে নিহত হয়েছে কমপক্ষে ৩১ জন আর ভারতে প্রাণ হারিয়েছে কমপক্ষে ১৫ জন। পাল্টাপাল্টি হামলায় দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা প্রশমনের কোনো লক্ষণ নেই।
ভারত-পাকিস্তান উভয় দেশের নীতি নির্ধারকরা পরবর্তী করণীয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ফলে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমার বদলে বেড়েই চলছে। বৃহস্পতিবার বিকেলে নয়াদিল্লিতে সর্বদলীয় সভা ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া, নিরাপত্তা কাউন্সিলের সঙ্গেবো বসবেন তিনি।
ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতি এখন আরও অস্থিতিশীল হয়ে উঠছে। বুধবার দিনভর দুই দেশের উত্তেজনার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ভারতকে করা হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, যুদ্ধবিমান ভূপাতিত করে ভারতকে বুঝিয়ে দেয়া হয়েছে তাদের সক্ষমতা।
শাহবাজ শরিফ বলেন, তারা (ভারত) কাপুরুষ শত্রু, যারা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায় এবং নিজেকে শক্তিশালী ভাবে। আমরা প্রমাণ করেছি, পাকিস্তান জানে প্রতিরক্ষা করতে, কীভাবে উপযুক্ত জবাব দিতে হয়। জাতি আমাদের সশস্ত্র বাহিনীর সাহস ও শক্তিকে শ্রদ্ধা জানায়।
এদিকে বৃহস্পতিবার সকালে পর পর বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তানের লাহোর। স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, লাহোর শহরের ওয়ালটন বিমানবন্দরের কাছে তিনটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরক-বোঝাই ড্রোনগুলো ভারতের সীমান্তের ওপার থেকে পরিচালিত হচ্ছিল।
এর আগে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালাতে ড্রোন হামলা হামলা চালায় ভারত। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে সীমান্ত এলাকায় ব্যাপক গোলাবর্ষণ অব্যাহত রয়েছে পাকিস্তানি সেনাদের। এ ঘটনায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
এদিকে নিজেদের প্রস্তুত রাখতে, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর জেলা প্রশাসন আবার ব্ল্যাকআউট মহড়া শুরু করেছে। এছাড়া রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, হিমাচল প্রদেশ এবং বিহার সহ বেশ কয়েকটি রাজ্যেও একই ধরনের ব্ল্যাকআউট মহড়া পালিত হয়েছে।
আমরাও চুড়ি পরে নেই: খাজা আসিফআমরাও চুড়ি পরে নেই: খাজা আসিফ
এমন পরিস্থিতিতে ভারতের উত্তরাঞ্চলের কমপক্ষে ২১টি বিমানবন্দর আগামী ১০ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। অন্যদিকে পাকিস্তানের বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনার কারণে বৃহস্পতিবার ভোরে লাহোর ও শিয়ালকোটের আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স