ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

শ্রাবন্তীর পোস্টে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০৩-০৮-২০২৪ ০৪:১১:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৮-২০২৪ ০৪:১১:৩৭ অপরাহ্ন
শ্রাবন্তীর পোস্টে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে সারাদেশে উত্তাল পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রী, ইউটিউবার এবং সংগীত শিল্পীরা। এই পরিস্থিতিতে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রাবন্তী এক পোস্টে লিখেছেন, "ইয়া আল্লাহ তুমি যুদ্ধে আমার নবীকে যেভাবে সাহায্য করেছো, সেভাবে আমাদের ভাইগুলোকে সাহায্য করো আমিন।" শ্রাবন্তীর পোস্টে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে আন্দোলনরত শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেছেন। দেলোয়ার হোসাইন নামে একজন কমেন্টে লিখেছেন, "তোমাদের এই ঋণ জাতি মনে রাখবে আপু, কারণ তোমাদের দেশে অনেকেই আজ এগিয়ে এসেছেন এবং মিডিয়ার অনেকেই এখন আওয়াজ তুলছেন।"

 

শ্রাবন্তী মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু করেন এবং মেরিল শ্যাম্পু ও ইউরো কোলার বিজ্ঞাপনচিত্রের জন্য যথাক্রমে ২০০৩ এবং ২০০৫ সালে সেরা নারী মডেল বিভাগে দুটি মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি আনিসুল হকের রচনায় মোস্তফা সরয়ার ফারুকীর ৫১বর্তী ধারাবাহিক নাটকে অভিনয় করে তারকা জরিপে সেরা টিভি অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন। শ্রাবন্তীর এই পোস্ট এবং তার সমর্থন আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা যোগাবে বলে আশা করা হচ্ছে।






 

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ