ঢাকা , বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

পাকিস্তানে ভারতের হামলা, কী বললেন ট্রাম্প?

আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ১১:৪৬:৪৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ১১:৪৬:৪৬ পূর্বাহ্ন
পাকিস্তানে ভারতের হামলা, কী বললেন ট্রাম্প?
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। দেশটির এই হামলাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার মধ্যরাতে ভারতের হামলার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় একজন সাংবাদিক পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা লজ্জার। ওভাল অফিসের দরজা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা এ খবর শুনেছি। আমার মনে হয়, অতীতের ইতিহাসের ভিত্তিতে মানুষ বুঝতে পেরেছিল যে, কিছু একটা ঘটতে যাচ্ছে। তারা (ভারত-পাকিস্তান) দীর্ঘদিন ধরে লড়াই করছে।’

খুব দ্রুতই এই সংঘাতের অবসান ঘটবে বলেও আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাকিস্তাননিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এ হামলায় অন্তত আটজন নিহত এবং ৩৫ জন আহত হওয়ার খবর জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী এরই মধ্যে এর বদলা নিতে শুরু করেছে।

গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরই মধ্যে গতকাল ক্ষেপণাস্ত্র হামলা চালাল ভারত। দিল্লি এই হামলার নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনায় হামলা চালায়নি।

তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতের দাবে প্রত্যাখ্যান করে বলেনছেন, ‘ভারত বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। কাপুরুষেরা তাদের নিজস্ব আকাশসীমা থেকেই হামলা করেছে। তারা কখনো তাদের ঘর থেকেই বের হয়নি। তারা বেরিয়ে আসুক, আমরা সমুচিত জবাব দেব।’

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ