ঢাকা , মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

রাজধানীজুড়ে শিক্ষার্থী-জনতার বিক্ষোভ: কোটা সংস্কার আন্দোলনে উত্তেজনা চরমে

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০৩-০৮-২০২৪ ০৪:০১:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৮-২০২৪ ০৪:০১:৪৭ অপরাহ্ন
রাজধানীজুড়ে শিক্ষার্থী-জনতার বিক্ষোভ: কোটা সংস্কার আন্দোলনে উত্তেজনা চরমে ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত দেশের পরিস্থিতিতে আজ শনিবার (৩ আগস্ট) বিকেলে সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীসহ আন্দোলনে সমর্থনকারীরা জড়ো হচ্ছেন।

 

আফতাবনগর, বাড্ডা, রামপুরা, বনশ্রী, মিরপুর-১০, সায়েন্সল্যাব ও শহীদ মিনারে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে তারা জড়ো হন। আফতাবনগরে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন, যার মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ইউআইটিএস ও সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উল্লেখযোগ্য।

 

বাড্ডা রামপুরা সড়কে কয়েক হাজার শিক্ষার্থী অবস্থান নিয়েছেন। বাড্ডা থানার পুলিশ সদস্যরা রাস্তা থেকে সরে গেছে। বনশ্রী বি ব্লকের সামনে আইডিয়াল স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভে অংশ নিয়েছেন।

 

সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ এবং ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’সহ নানা স্লোগান দিচ্ছেন। সায়েন্সল্যাব এলাকায় সকাল থেকে অনেক পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা গেছে।

 

মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। দুপুর ১২টার দিকে তারা সেখানে জড়ো হয়ে দুপুর ১টার দিকে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। তারা সহিংসতায় নিহতদের স্মরণ করে 'আমার ভাই মরল কেন'সহ বিভিন্ন স্লোগান দেন এবং আগামীকাল রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, সারা দেশে ছাত্র-নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদে এবং ৯ দফা দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। আন্দোলনকারীরা দেশের সাধারণ মানুষের সমর্থন কামনা করে তাদের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ