‘জোবাইদা রহমান দেশে ফিরেছেন তারেক রহমানও ফিরবেন’
আপলোড সময় :
০৬-০৫-২০২৫ ০৩:৫২:৫০ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০৫-২০২৫ ০৩:৫২:৫০ অপরাহ্ন
জোবাইদা রহমান দেশে ফিরেছেন তারেক রহমানও ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (৬ মে) দুপুরে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান।
ডা. এ জেড এম জাহিদ বলেন, কিছুদিন পর জোবাইদা রহমান আবারও লন্ডনে যাবেন। তবে খুব সহসাই তারেক রহমানসহ দেশে ফিরে আসবেন।
এর আগে বিমানবন্দর থেকে নিজ গাড়িতে বাসভবন ‘ফিরোজা’-তে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল ১২টা মিনিটে সড়কপথে গুলশানে আসেন তিনি। বিমানবন্দরের সকল আনুষ্ঠানিকতা শেষে সকাল ১১টা ১০ মিনিটের দিকে সড়কপথে গুলশানের দিকে রওনা দেন সাবেক এ প্রধানমন্ত্রী।
এ সময় দুই পুত্রবধূ তার সঙ্গে ফিরোজায় এসেছেন। সড়কে বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং নিরাপত্তা বাহিনীর উপস্থিতির কারণে খালেদা জিয়ার গাড়িবহর ফিরোজায় পৌঁছুতে প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় লেগেছে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স