ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

চান্দিনায় এসি ল্যান্ডের গাড়িতে আগুন: অল্পের জন্য প্রাণে রক্ষা

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০৩-০৮-২০২৪ ০৩:৫৭:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৮-২০২৪ ০৩:৫৭:১৭ অপরাহ্ন
চান্দিনায় এসি ল্যান্ডের গাড়িতে আগুন: অল্পের জন্য প্রাণে রক্ষা ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় আন্দোলন চলাকালে সহকারী কমিশনার (ভূমি) এর গাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৩ আগস্ট) দুপুর পৌনে ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় সরকারি ওই গাড়িতে আগুন লাগানো হয়। এসময় চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী ও তার গাড়ি চালক দ্রুত গাড়ি থেকে নেমে আত্মরক্ষা করেন।

 

জানা যায়, দুপুর পৌনে ১২টার দিকে পার্শ্ববর্তী দেবীদ্বার উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের সঙ্গে দুই সহস্রাধিক মানুষ মহাসড়ক অবরোধ করে। এসময় চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আন্দোলনকারীদের মাঝে আটকা পড়েন। মুহূর্তের মধ্যেই দুর্বৃত্তরা এসি ল্যান্ডের গাড়িতে ভাঙচুর চালায় এবং পেট্রোল ঢেলে আগুন দেয়। সহকারী কমিশনার সৌম্য চৌধুরী ও তার গাড়ি চালক দ্রুত গাড়ি থেকে নেমে প্রাণ রক্ষা করেন।

 

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব জানান, "আন্দোলনে কিছু শিক্ষার্থী থাকলেও তাদেরকে আমরা বুঝিয়ে বলায় তারা বিক্ষোভ শেষে মহাসড়ক থেকে সরে যায়। দুর্বৃত্তরা এসি ল্যান্ডের গাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছে, তারা কেউ শিক্ষার্থী নয়।"

 

এই ঘটনার পর থেকে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ