ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যাখ্যা: 'ক্যাম্পাস নিয়ন্ত্রণে নেই' সংবাদের প্রতিবাদ

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০৩-০৮-২০২৪ ০৩:০৬:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৮-২০২৪ ০৩:০৬:২৫ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যাখ্যা: 'ক্যাম্পাস নিয়ন্ত্রণে নেই' সংবাদের প্রতিবাদ ভিত্তিহীন সংবাদের ব্যাখ্যা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের

সম্প্রতি কয়েকটি গণমাধ্যমের অনলাইন ভার্সনে প্রকাশিত ‘ক্যাম্পাস আমার নিয়ন্ত্রণে নেই: ঢাবি ভিসি’ শীর্ষক সংবাদের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি ব্যাখ্যা দিয়েছে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ ধরনের কোনো মন্তব্য কখনো করেননি।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৯ জুলাই এই ভিত্তিহীন সংবাদের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যাখ্যা সম্বলিত একটি প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছিলো। কিছু গণমাধ্যম ইতিমধ্যে এ সংক্রান্ত খবরের সত্যতা না পেয়ে তাদের অনলাইন ভার্সন থেকে সংবাদটি সরিয়ে নিয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও অসত্য ও অনভিপ্রেত এই সংবাদটি নিয়ে অপপ্রচার চলছে, যা নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হলো।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনরায় জানাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমন কোনো মন্তব্য করেননি এবং ক্যাম্পাস নিয়ন্ত্রণে রয়েছে। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার না করতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ