ঢাকা , মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

মধ্যপ্রাচ্যের ৪ দেশে একযোগে ইসরায়েলের বিমান হামলা

আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০৯:১৪:২৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০৯:১৪:২৫ পূর্বাহ্ন
মধ্যপ্রাচ্যের ৪ দেশে একযোগে ইসরায়েলের বিমান হামলা
ফিলিস্তিনের গাজায় চলমান আগ্রাসনের মধ্যেই পার্শ্ববর্তী চারদেশে একযোগে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের পাশাপশি সিরিয়া ও লেবাননেও মধ্যরাতে বিমান হামলা করেছে নেতানিয়াহুর সেনারা।

ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) দেওয়া এক বিবৃতির বরাতে মঙ্গলবার (৬ মে) এসব তথ্য নিশ্চিত করেছে আল-জাজিরা। এসব হামলায় কমপক্ষে ৫৪ জন নিহতের খবর পাওয়া গেছে।

আইডিএফ তাদের এক্স হ্যান্ডেলে সোমবার জানিয়েছে, ‘ইসরায়েলে হামলা চালানোর পাল্টা পদক্ষেপ হিসেবে হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা চালানো হয়েছে। এ ছাড়া ইয়েমেনের হোদেইদা বন্দর এলাকার সামরিক অবকাঠামো এবং হোদেইদার পূর্বে একটি কংক্রিট কারখানায় হামলা চালানো হয়েছে।’

ইয়েমেনের হামলায় তেল আবিব ৩০টি যুদ্ধবিমান ব্যবহার করেছে বলে নিশ্চিত করেছে। ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে হুথিদের হামলায় ৬ জন আহতের প্রতিশোধ নিতেই এ হামলা চালাচ্ছে দখলদার বাহিনী।

এমন বাস্তবতায় গাজা উপত্যকা দখলে নেওয়ার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিস্ফোরক পোস্ট করেছেন। তিনি বলেছেন, ‘গাজার ২০ লক্ষেরও বেশি মানুষকে নতুন স্থল অভিযানের মাধ্যমে অন্যত্র স্থানান্তরিত করা হবে।’

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ