ঢাকা , সোমবার, ০৫ মে ২০২৫ , ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

পাক-ভারত সীমান্তে মধ্যরাতে ব্যাপক গোলাগুলি

আপলোড সময় : ০৫-০৫-২০২৫ ১০:০৬:২৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৫-০৫-২০২৫ ১০:০৬:২৮ পূর্বাহ্ন
পাক-ভারত সীমান্তে মধ্যরাতে ব্যাপক গোলাগুলি
সম্প্রতি কাশ্মীরের সন্ত্রাসী হামলার জেরে দুই পারমানবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ওই ঘটনার পর থেকে টানা ১১ রাত ধরে দুই দেশের বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্তের লাইন অব কন্ট্রোলে গোলাগুলির ঘটনা ঘটেছে।

ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে সোমবার (৫ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। তবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময়ে হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, রোববার মধ্যরাতে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনারা। ভারতের দিকে পাকিস্তানের বিভিন্ন চৌকি থেকে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়।

কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকে টানা ১১ রাত ধরে পাকিস্তানি সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর একতরফা গুলিবর্ষণ করছে। সর্বশেষ ৪ ও ৫ মের মধ্যবর্তী রাতে কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবনি ও আখনুর সেক্টরে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়। ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দেয়।

আজ সকালে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই উস্কানির জবাব তারা সংযত ও কার্যকরভাবে দিয়েছে।

সূত্র জানায়, এই গোলাগুলির ঘটনা ঘটে কাশ্মীরের কুপওয়ারা ও বারামুল্লা জেলার বিপরীত এলাকায় এবং আখনুর সেক্টরের কাছে।

গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে কাশ্মীর হামলা ঘিরে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে প্রথমবারের মতো গোলাগুলির ঘটনা ঘটে।

সেবারও পাকিস্তানি সেনাবাহিনী প্রথমে ভারতের কয়েকটি পোস্ট লক্ষ্য করে গুলি চালানো এবং এর জবাবে ভারতের সেনাবাহিনী পাল্টা গুলি ছোড়ার কথা জানায় এনডিটিভি।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ