ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

ট্রাম্প ও কমলা হ্যারিসের বিতর্ক: ফক্স নিউজের মঞ্চে মুখোমুখি হচ্ছেন তারা

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০৩-০৮-২০২৪ ০২:৫৮:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৮-২০২৪ ০২:৫৮:৪৯ অপরাহ্ন
ট্রাম্প ও কমলা হ্যারিসের বিতর্ক: ফক্স নিউজের মঞ্চে মুখোমুখি হচ্ছেন তারা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস (বামে), সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডানে)

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ফক্স নিউজ আয়োজিত বিতর্কে অংশ নিতে প্রস্তুত। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে আগামী ৪ সেপ্টেম্বর এই বিতর্ক অনুষ্ঠিত হবে। শনিবার (৩ আগস্ট) সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

 

ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, "বুধবার, ৪ সেপ্টেম্বর কমলা হ্যারিসের সঙ্গে ফক্স নিউজের বিতর্কে অংশ নিতে রাজি হয়েছি। এই বিতর্ক মূলত বাইডেনের সঙ্গে হওয়ার কথা ছিল, কিন্তু তাকে সরিয়ে ফেলা হয়েছে।"

 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত মাসে কমলা হ্যারিস নির্বাচনি বিতর্কে অংশ নিতে ফক্স নিউজের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। এর আগে, ২৭ জুন সিএনএন আয়োজিত নির্বাচনি বিতর্কে ট্রাম্পের মুখোমুখি হয়েছিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে সেই বিতর্কে ট্রাম্পের কাছে পরাজিত হন বাইডেন। তুমুল চাপের মুখে, ২১ জুলাই প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বাইডেন এবং তার জায়গায় স্থলাভিষিক্ত হন কমলা হ্যারিস।

 

এই বিতর্ককে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা বিরাজ করছে। মার্কিন নির্বাচনের প্রেক্ষাপটে এই বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ