বিদেশি চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
আপলোড সময় :
০৫-০৫-২০২৫ ১০:০০:০১ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৫-০৫-২০২৫ ১০:০০:০১ পূর্বাহ্ন
কিছুদিন আগেই বিভিন্ন পণ্যের ওপর শুল্ক আরোপ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার বিদেশে নির্মিত সব ধরনের চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন তিনি। এই শুল্ক কীভাবে কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয়। খবর আল-জাজিরার
সোমবার (৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আর্ন্তজাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এর আগে, রোববার ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে এক পোস্ট দিয়ে বলেন, ‘অন্যান্য দেশ আমাদের চলচ্চিত্র নির্মাতাদের আকৃষ্ট করতে বিভিন্ন প্রণোদনা দিচ্ছে। হলিউড এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি একটি সমন্বিত প্রচেষ্টা এবং তাই এটি জাতীয় নিরাপত্তার হুমকি। এটি বার্তা এবং প্রচারণাও বটে!’
ট্রাম্প আরও বলেন, ‘আমরা এখন খুব কম চলচ্চিত্র তৈরি করছি। অন্যান্য দেশ আমাদের চলচ্চিত্র শিল্প চুরি করেছে। যদি তারা যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র তৈরি করতে না চায়, তাহলে তাদের চলচ্চিত্রের ওপর শুল্ক আরোপ করা উচিত।’
যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধিকে বিদেশে নির্মিত সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রক্রিয়া অবিলম্বে শুরু করতে নির্দেশ দিয়েছেন তিনি।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স