পাকিস্তানের অনুরোধের ভারতকে নিয়ে জাতিসংঘে বৈঠক আজ
আপলোড সময় :
০৫-০৫-২০২৫ ০৯:৫৮:৫৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৫-০৫-২০২৫ ০৯:৫৮:৫৯ পূর্বাহ্ন
সম্প্রতি কাশ্মীরের সন্ত্রাসী হামলার জেরে দুই পারমানবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ওই ঘটনার পর থেকে টানা ১১ রাত ধরে দুই দেশের বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্তের লাইন অব কন্ট্রোলে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ছাড়া দুই দেশ একে অপরের বিরুদ্ধে নানা অর্থনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে।
এমন অবস্থায় দুই দেশের যুদ্ধ পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসতে চলেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সোমবার (৫ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের অনুরোধে এই বৈঠক আহ্বান করা হয়েছে বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। তারা জাতিসংঘে আঞ্চলিক পরিস্থিতি এবং ভারতের একতরফা পদক্ষেপগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরবে। পাকিস্তান এই কূটনৈতিক উদ্যোগকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে সঠিক তথ্য উপস্থাপনের অংশ হিসেবে দেখছে।
অন্যদিকে, এই বৈঠকে ২২ এপ্রিল ভারত-শাসিত কাশ্মিরের পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পরবর্তী পরিস্থিতি এবং ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে।
এর আগেও অবশ্য পাক-ভারত উত্তেজনা থামাতে রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বিশেষ করে রাশিয়া জানিয়েছে, তারা ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত, যদি উভয় পক্ষ সম্মত হয়।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স