মাগুরার জেলা আ.লীগ নেতা রাহুলকে গ্রেফতার করেছে পুলিশ
আপলোড সময় :
০৪-০৫-২০২৫ ১১:১৭:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০৫-২০২৫ ১১:১৭:৫৩ অপরাহ্ন
মাগুরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রাহুল মিত্র(৪৫) কে রাজধানীর কাজীপাড়ার ডাঃ রাহুল'স ডেন্টাল সলিউশন থেকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
রবিবার রাত ৯ টার দিকে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রহমান সহ পুলিশের দুইটি টিম আল হেলালের অপজিটে অবস্থিত ডেন্টাল সলিউশন থেকে ডাঃ রাহুল মিত্র কে গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেপ্তার হওয়ার পরপরই মিরপুরের ছাত্র জনতা ও এনসিপির নেতারা ঘটনাস্থলে অবস্থান নেয় এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
জানা যায়, মাগুরার সাবেক সংসদ সদস্য শেখরের সাথে ডাক্তার রাহুল মিত্রের ঘনিষ্ঠতা ছিল এবং জুলাই আন্দোলনে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমন জানায় - আমাদের কাছে তথ্য রয়েছে সে জুলাই আন্দোলনের হত্যাকান্ডের সাথে জড়িত এবং মাগুরা জেলা আওয়ামী লীগের পদেও রয়েছে। আমরা সকল তথ্য উপাত্ত সংগ্রহ করে আইনগত ব্যবস্থা নেব।
তবে স্থানীয় ছাত্র জনতার অভিযোগ মাগুরায় আওয়ামী লীগের মিছিল ও রাজধানীর শেওড়াপাড়ায় আওয়ামী লীগের জটিকা মিছিলের অর্থায়ন করেছে ডাঃ রাহুল মিত্র।
সংবাদটি লেখা পর্যন্ত এখনো নিশ্চিত হওয়া যায়নি মাগুরা কিংবা রাজধানীর কোন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে কিনা।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স