ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

সাজেকে আটকা পড়েছেন ৩ শতাধিক পর্যটক: অবিরাম বৃষ্টিতে প্লাবিত নিম্নাঞ্চল

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০৩-০৮-২০২৪ ০২:৫৫:১২ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৮-২০২৪ ০২:৫৫:১২ অপরাহ্ন
সাজেকে আটকা পড়েছেন ৩ শতাধিক পর্যটক: অবিরাম বৃষ্টিতে প্লাবিত নিম্নাঞ্চল ছবি: সংগৃহীত

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় টানা ৫ দিনের থেমে থেমে বৃষ্টিপাত এবং সাজেক-ভারত সীমান্ত এলাকা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে খাগড়াছড়ি জেলার দীঘিনালা কবাখালী সড়ক এবং বাঘাইহাট বাজারের সড়ক তলিয়ে যাওয়ায় সাজেক বেড়াতে আসা প্রায় ৩ শতাধিক পর্যটক আটকা পড়েছেন।

 

টানা বৃষ্টির কারণে হঠাৎ পানি বেড়ে সড়কের কিছু অংশ তলিয়ে যাওয়ায় পর্যটকরা ফিরতে না পেরে সাজেকে অবস্থান করছেন। ভারী ও মাঝারি বৃষ্টিপাতের ফলে সড়কের কিছু অংশের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চলের অনেক বাড়ির উঠান পানিতে তলিয়ে গেছে, ফলে দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা।

 

খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের একাংশ পানিতে তলিয়ে যাওয়ায় শনিবার (৩ আগস্ট) সকাল থেকে বাঘাইছড়ির সাথে অন্যান্য জেলা-উপজেলায় ছোট-বড় যান চলাচল বন্ধ রয়েছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আখতার জানান, "কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের একাংশ তলিয়ে গেছে। এতে সাজেকে বেড়াতে আসা প্রায় ৩ শতাধিক পর্যটক আটকা পড়েছেন।"

 

তিনি আরও জানান, "বর্তমানে পর্যটকদের নিরাপদে সাজেকে রাখা হয়েছে। সড়ক থেকে পানি নেমে গেলে দুপুর বা বিকেলে তাদের ফিরিয়ে আনা হবে।" বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে কাচালং নদীর পানি বিপদসীমার মধ্যে প্রবাহিত হওয়ায় বন্যার আশঙ্কায় উপজেলার সবকটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের জন্য খাবারেরও ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ