সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ি থেকে গ্রেফতার ৫
আপলোড সময় :
০৪-০৫-২০২৫ ১০:৪৮:১৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৪-০৫-২০২৫ ১০:৪৮:১৭ পূর্বাহ্ন
চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ি থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার।
শনিবার (৩ মে) তাদের গ্রেফতার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। পরে রাত পৌনে ৮টায় থানায় হাজির করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি উজ্জ্বল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুদ রানা ও সাফি মীর, ছাত্রলীগের সক্রিয় কর্মী আবিদ হোসেন ও হৃদয় হোসেন। তাদের সবার বাড়ি সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
জানা গেছে, ১৫ এপ্রিল রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামের চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স