ইসরায়েলে একদিনেই হুথিদের ৩ ক্ষেপণাস্ত্র হামলা
আপলোড সময় :
০৪-০৫-২০২৫ ১০:৪৭:২৩ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৪-০৫-২০২৫ ১০:৪৭:২৩ পূর্বাহ্ন
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। শেষ ২৪ ঘণ্টার ভেতরে এটি হুথিদের ৩য় হামলা ছিল।
শনিবার (৩ মে) রাতে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক ঘোষণায় হামলার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইসরায়েলের সেনাবাহিনীও শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।
রয়টার্স জানায়, ওই ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করে ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠী দাবি করেছে যে এটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছেছে।
বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ হামলাটি ছিল ২৪ ঘণ্টা সময়ের মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে হুথিদের তৃতীয় আক্রমণ।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ক্ষেপণাস্ত্রটি ছোড়ার পর ইসরায়েলের একাধিক এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়, তবে ক্ষেপণাস্ত্রের আঘাতে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইয়েমেনে হুথিকেন্দ্রিক লক্ষ্যবস্তুতে অ্যামেরিকার বিমান হামলা জোরদার হওয়ার মধ্যে গোষ্ঠীটির পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা এলো।
চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের ওপর বড় পরিসরে বিমান হামলার নির্দেশ দেন। এ হামলার মাধ্যমে গোষ্ঠীটির সামরিক সক্ষমতা কমিয়ে আনার পাশাপাশি রেড সিতে বাণিজ্যিক জাহাজের ওপর তাদের হামলা বন্ধ করতে চান ট্রাম্প।
ইয়েমেনে চালানো প্রাণঘাতী বিমান হামলাগুলো ছিল ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযান।
হুথি গোষ্ঠী জানায়, গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে ফিলিস্তিনির প্রতি সংহতি জানিয়ে তারা ইসরায়েল ও রেড সিতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালাচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স