ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

ময়মনসিংহে টাউন হল মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০৩-০৮-২০২৪ ০২:৪৯:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৮-২০২৪ ০২:৪৯:০৩ অপরাহ্ন
ময়মনসিংহে টাউন হল মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে সংগঠিত সহিংসতার বিচার, মামলা ও হয়রানি বন্ধ এবং ৯ দফা দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। শনিবার (৩ আগস্ট) বেলা ১২টার দিকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা টাউন হল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেয়।

 

আন্দোলনকারীরা দাবি করেন, "কোটা সংস্কার আন্দোলনে সংগঠিত সহিংসতার সুষ্ঠু বিচার চাই। মামলা ও হয়রানি বন্ধ করতে হবে এবং আমাদের ৯ দফা দাবি মেনে নিতে হবে।" এদিকে, মেডিকেল শিক্ষার্থী ডা. সজিব সরকারের হত্যার বিচার এবং ৯ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তারা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে টাউন হল মোড়ে সমাবেশে যোগ দেন।

 

শিক্ষার্থীদের এই আন্দোলন ও বিক্ষোভ ময়মনসিংহ শহরে ব্যাপক সাড়া ফেলেছে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমর্থন লাভ করেছে। প্রশাসন পরিস্থিতি শান্ত রাখতে সতর্ক অবস্থানে রয়েছে এবং শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার আহ্বান জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ