আবরার ফাহাদ হত্যাকান্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করলো হাইকোর্ট
আপলোড সময় :
০৩-০৫-২০২৫ ০১:৪০:১০ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৫-২০২৫ ০১:৪০:১০ অপরাহ্ন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২০২৪ সালের ১৬ মার্চ ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।
মামলার সূত্রপাত ২০১৯ সালের ৬ অক্টোবর, সেদিন বুয়েটের শেরেবাংলা হলে দ্বিতীয় বর্ষের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন আবরারের বাবা বরকতউল্লাহ চকবাজার থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
২০১৯ সালের ১৩ নভেম্বর পুলিশ তদন্ত শেষে বুয়েটের ২৫ জন শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ছাত্রশিবিরের কর্মী সন্দেহে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে।
২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক এই মামলার রায় দেন। তিনি বলেছিলেন, আসামিরা পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় শিবির সন্দেহে আবরার ফাহাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ আনেন এবং নির্মম ও নিষ্ঠুরভাবে পিটিয়ে তাকে হত্যা করেন। এ ঘটনা বাংলাদেশের সব মানুষকে ব্যথিত করেছে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স