ঢাকা , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

ভারতকে কড়া হুঁশিয়ারি পাক সেনাপ্রধানের

আপলোড সময় : ০২-০৫-২০২৫ ০২:৩০:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৫-২০২৫ ০২:৩০:১৮ অপরাহ্ন
ভারতকে কড়া হুঁশিয়ারি পাক সেনাপ্রধানের
পাকিস্তানের বিরুদ্ধে ভারত যেকোনো দুঃসাহস দেখালে, এর কঠিন জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির।

বৃহস্পতিবার (১ মে) সেনাবাহিনীর সামরিক মহড়া পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেছেন বলে জানায় পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

এ সময় পাকিস্তানের সেনাপ্রধান বলেন, ‘একটি বিষয় নিয়ে কোনো রকমের বিভ্রান্তির সুযোগ নেই। তা হলো, ভারতের যেকোনো সামরিক দুঃসাহসের দ্রুত জবাব দেওয়া হবে, যা হবে দৃঢ় এবং আরও জোরালো।’ 

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

সম্প্রতি কাশ্মীরের সন্ত্রাসী হামলার জেরে দুই পারমানবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ওই ঘটনার পর থেকে এ নিয়ে সপ্তাহের ব্যবধানে অস্টমবারের মতো দুই দেশের বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্তের লাইন অব কন্ট্রোলে গোলাগুলির ঘটনা ঘটেছে।

ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে শুক্রবার (২ মে) রাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। তবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময়ে হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ