ইয়েমেনে আবারও যুক্তরাষ্ট্রের হামলা
আপলোড সময় :
০২-০৫-২০২৫ ০২:২৬:১৪ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০৫-২০২৫ ০২:২৬:১৪ অপরাহ্ন
ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর প্রভাব কমাতে ইয়েমেনে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সশস্ত্র গোষ্ঠীটির নিয়ন্ত্রণে থাকা লালসালাম অঞ্চলে প্রভাব কমাতে এ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পেন্টাগন।
হুথি গোষ্ঠীর নিজস্ব টিভি আল-মাসিরাহ চ্যানেলের দেয়া তথ্যানুসারে বৃহস্পতিবার (১ মে) শাফাক নিউজ সূত্রে এ খবর জানা গেছে।
শাফাক নিউজ জানায়, ইয়েমেনের আল-জাওফ প্রদেশে চারটি স্থানে বিমান হামলা চালানো হয়। তবে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সর্বশেষ এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। যদিও অপারেশন রাফ রাইডার নামক অভিযানের আওতায় হুতিদের বিরুদ্ধে ইতোমধ্যে একটি ‘তীব্র ও ধারাবাহিক সামরিক অভিযান’ পরিচালনা করছে মার্কিন জোট।
সেন্টকমের তথ্যমতে, এই অভিযানে এখন পর্যন্ত ৮০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এবং শত শত হুথি যোদ্ধা নিহত হয়েছে, যাদের মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউনিটের গুরুত্বপূর্ণ সদস্যরাও রয়েছে।
এ অভিযানের পর থেকে হুথিদের হামলার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে বলে দাবি করে যুক্তরাষ্ট্র। বলিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ৬৯ শতাংশ এবং একমুখী ড্রোন হামলা ৫৫ শতাংশ কমেছে বলে জানায় সেন্টকম।
অন্যদিকে হুথিরা দাবি করছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইয়েমেনে প্রায় ১,০০০টি বিমান হামলা চালিয়েছে। এতে ২১৭ জন বেসামরিক নাগরিক নিহত ও ৪৩৬ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
হুতি নেতা আবদুল মালিক আল-হুথি এক টেলিভিশন ভাষণে জানান, যুক্তরাষ্ট্রের দমন-পীড়ন সত্ত্বেও তারা তাদের সামরিক অভিযান অব্যাহত রাখবে। তিনি বলেন, রেড সি, বাব আল-মানদাব, গালফ অব এডেন এবং আরব সাগরে ইসরায়েলি জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের অভিযান অধিকৃত ফিলিস্তিনের গভীরে চলবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রকে ‘ব্যর্থ’ উল্লেখ করে জানান, তারা হুতিদের সামরিক কর্মকাণ্ড থামাতে পারেনি।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স