৫ ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড
আপলোড সময় :
০২-০৫-২০২৫ ০২:২১:৫০ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০৫-২০২৫ ০২:২১:৫০ অপরাহ্ন
তিনটি একদিনের ম্যাচ এবং দুটি ৪ দিনের ম্যাচ খেলতে মধ্যরাতে ঢাকা এসে পৌঁছেছে এ দল। আজ (শুক্রবার) আরেকটি ফ্লাইটে অবশ্য সিলেটে পৌঁছানোর কথা রয়েছে তাদের।
এর আগে গত ২৮ এপ্রিল নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ১৫ সদস্যের দল ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। সেই ১৫ জনের ভিতর থেকে জো কায়ার্টকে লাল বলের এবং নিক কেলিকে দায়িত্ব দেয়া হয় সাদা বলের অধিনায়কত্বের।
স্কোয়াডের বাকি ১৩ জন সদস্য হলেন, মুহাম্মাদ আব্বাস, আদিত্য আশোক, ম্যাট বয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, জ্যাক ফোকস, ডিন ফক্সক্রফট, মিচেল হে, কার্টিস হিফি, জেডেন লেনক্স, বেন লিস্টার, রিস মাইরু এবং ডেল ফিলিপস। এই দলটিতে আছেন আন্তর্জাতিক ক্রিকেটে খেলা অন্তত ৯ ক্রিকেটার।
মাসখানেক আগে ওয়ানডে অভিষেকে পাকিস্তানের বিপক্ষে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন মোহাম্মদ আব্বাস। ২১ বছর বয়সী এই অলরাউন্ডারও নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে এসেছেন বাংলাদেশে।
আগামী ৫ই মে থেকে সিলেটে শুরু হবে সিরিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূচি অনুযায়ী, ৫, ৭ এবং ১০ই মে অনুষ্ঠিত হবে সাদা বলের ৫০ ওভারের একদিনের ম্যাচ। ১৪ থেকে ১৭ এবং ২১ থেকে ২৪ মে অনুষ্ঠিত হবে ৪ দিনের দুটি লাল বলের ম্যাচ। প্রথম চারটি ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হলেও, ৪ দিনের সর্বশেষ ম্যাচটি মাঠে গড়াবে ঢাকার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
শক্তিশালী নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে নামার বেশ আগেই প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছিলো বিসিবি। যেখানে আছে নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম শেখ, এনামুল হক বিজয় ও মুস্তাফিজুর রহমানের মতো ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটের বড় বড় সব নাম। আগামী ৩ এবং ৪ মে সিলেটে অনুশীলন সারবেন দুই দলের ক্রিকেটাররা।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স