ঢাকা , শনিবার, ০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

নির্বাচন আয়োজনের ধোঁয়াশা কাটেনি মন্তব্য মান্নার

আপলোড সময় : ০২-০৫-২০২৫ ০২:১৯:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৫-২০২৫ ০২:১৯:৪৪ অপরাহ্ন
নির্বাচন আয়োজনের ধোঁয়াশা কাটেনি মন্তব্য মান্নার
জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না মন্তব্য করে বলেছেন, নির্বাচন আয়োজনের বিষয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।

শুক্রবার (২ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে আমার বাংলাদেশ পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ঐকমত্য কমিশনগুলোর কাজ নিয়ে সংশয় রয়ে গেছে।
 
অন্তর্বর্তী সরকার রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়টি নিয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেনি বলেও অভিযোগ করেন তিনি।
 
এ সময় গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, ‘দ্বিমতের বিষয় থাকলে জনগণের কাছে যেতে হবে। তাই অন্তবর্তী সরকারকে সমষ্টিক বিষয় মাথায় নিয়ে জাতীয় স্বার্থে নির্বাচন দিতে হবে।’
 
তিনি মন্তব্য করে আরও বলেন, জনগণের রায় নিয়েই বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ