ঢাকা , মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ প্রধানমন্ত্রীর, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার আহ্বান

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০৩-০৮-২০২৪ ০২:৩৩:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৮-২০২৪ ০২:৩৩:৩৮ অপরাহ্ন
আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ প্রধানমন্ত্রীর, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার আহ্বান ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আটক সাধারণ ছাত্রদের মুক্তির নির্দেশ দিয়েছেন। শনিবার (৩ আগস্ট) গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

 

প্রধানমন্ত্রী বলেন, "আটক সাধারণ ছাত্রদের মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।" পাশাপাশি তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন। শেখ হাসিনা বলেন, "গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না।"

 

এ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিলের ঘোষণা দেন।

 

প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিভিন্ন মহল থেকে প্রশংসা করা হয়েছে। আটক শিক্ষার্থীদের মুক্তি এবং আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ দেশের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি শান্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ