খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) রাতে লবণচরা থানার এসআই মোস্তফা সাকলাইন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলায় অজ্ঞাত পরিচয় ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে। তবে, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় খুলনা মহানগরীর মোহাম্মদনগর এলাকায় আন্দোলনকারীদের পিটুনিতে পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামী নিহত হন। তার বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের কিসমত মালিপাটনে। তিনি স্ত্রী মিতু বিশ্বাস ও ছয় বছরের মেয়ে সিন্ধাকে নিয়ে নগরীর বয়রা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সুমন কুমার ঘরামী খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার সৌমেন বিশ্বাসের দেহরক্ষী ছিলেন।
মামলার তদন্ত চলছে এবং পুলিশ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় খুলনা শহরে উদ্বেগ এবং আতঙ্কের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।