সীমানা পেরিয়ে পাকিস্তানি সেনাদের গুলি, দাবি ভারতের
আপলোড সময় :
৩০-০৪-২০২৫ ১০:৫১:৫৩ পূর্বাহ্ন
আপডেট সময় :
৩০-০৪-২০২৫ ১০:৫১:৫৩ পূর্বাহ্ন
পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভেতরে ঢুকে গুলি চালিয়েছে বলে জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে টানা ষষ্ঠ দিনের মতো সীমান্তে গুলি চালাল পাকিস্তানি সেনারা। পাল্টা জবাব দেওয়ারও দাবি করেছে ভারত।
জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে নওশেরা, সুন্দরবনি এবং আখনূর সেক্টরেও হালকা অস্ত্রের গুলি চালিয়েছে পাকিস্তান।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পারগওয়াল সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে গুলি চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর টানা ষষ্ঠ দিন যুদ্ধবিরতি লঙ্ঘনের এক দিন পর এ ঘটনা ঘটল।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স