ঢাকা , মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

কাশ্মীরে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করল ভারত

আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০১:১৫:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০১:১৫:৪৩ অপরাহ্ন
কাশ্মীরে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করল ভারত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অর্ধেকেরও বেশি পর্যটন কেন্দ্র মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ভারত সরকারের জারি করা একটি নথি থেকে এ তথ্য জানা গেছে।

ওই সরকারি নথি অনুসারে, ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলের সরকার কাশ্মীরের ৮৭টি পর্যটন কেন্দ্রের মধ্যে ৪৮টি বন্ধ করে দেওয়ার এবং বাকিগুলিতে নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে।

তবে, কবে এগুলো আবার খুলে দেওয়া হবে সে সময়সীমা দেওয়া হয়নি। ভারতীয় কর্মকর্তারা এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্যে করতে রাজি হয়নি।

সম্প্রতি কাশ্মীরের সন্ত্রাসী হামলার জেরে দুই পারমানবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ওই ঘটনার পর থেকে পঞ্চমরাতের মধ্যে চতুর্থবারের মতো দুই দেশের বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্তের লাইন অব কন্ট্রোলে গোলাগুলির ঘটনা ঘটেছে।

অন্যদিকে, ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মুসলিম অধ্যুষিত অঞ্চলটিতে বেসামরিক বাসিন্দাদের বাড়ি-ঘর ভেঙ্গে দেয়া, গুলি করে হত্যাসহ ব্যাপক নির্যাতনের অভিযোগ এনেছে মানবাধিকার সংস্থাগুলো।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ