তারেক রহমানের খালাতো ভাইকে কারাগারে পাঠানোর নির্দেশ
আপলোড সময় :
২৯-০৪-২০২৫ ০১:১৫:১২ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-০৪-২০২৫ ০১:১৫:১২ অপরাহ্ন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই দণ্ডপ্রাপ্ত শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ এপ্রিল) কর ফাঁকির মামলায় ঢাকার বিশেষ জজ-১০ কবির উদ্দিন প্রামাণিকের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিন অবৈধ সম্পদ অর্জনে দায়ের করা মামলায়ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিশেষ জজ আদালত-৭।
মঙ্গলবার সকালে ঢাকার দুই বিশেষ জজ আদালতে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন।
অ্যাডভোকেট শেখ শাকিল আহমেদ রিপন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে তুহিনের বিরুদ্ধে গুলশান থানায় আলাদা দুটি মামলা দায়ের করে দুদক।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স