ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

তৃতীয় সন্তানের মা হলেন অবিবাহিত শ্রীলীলা!

আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০১:১৪:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০১:১৪:২৬ অপরাহ্ন
তৃতীয় সন্তানের মা হলেন অবিবাহিত শ্রীলীলা!
‘পুষ্পা ২’ খ্যাত শ্রীলীলার ব্যক্তিগত জীবন বেশ স্পর্শকাতর। সম্পর্কের গুঞ্জন রয়েছে বলিউড অভিনেতা কার্তিকের সঙ্গে। বিয়ের আগেই হলেন তিন সন্তানের জননী।

এমনটাই জানালেন শ্রীলীলা সামাজিক যোগাযোগ মাধ্যমে। কন্যাশিশুর সঙ্গে ছবি শেয়ার করে নিশ্চিত করেছেন তিনি।

শ্রীলীলা পোস্টে লেখেন, ‘ঘরে আরো একজন নতুন অতিথি, আমার হৃদয়ে তোমাকে স্বাগত।’ অভিনেত্রীর এই পোস্ট দেখে তাকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।

২০২২ সালে তিনি একটি অনাথ আশ্রমে গিয়েছিলেন। সেখানেই গুরু আর শোভিতা নামে দুই শিশুর খোঁজ পান শ্রীলীলা। পরে সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, দেখামাত্র বিশেষ ক্ষমতাসম্পন্ন দুই শিশুর প্রতি মায়া জন্মায় তার।

মনে হয়, দত্তক নিলে দুই শিশুর জীবন আরও উন্নত হতে পারে। সেই অনুভূতিই তাকে বিয়ের আগে দুই সন্তানের মায়ের আসনে বসিয়েছে। এবার ফের এক কন্যাসন্তানকে দত্তক নিয়েছেন শ্রীলীলা। তবে এই কন্যা স্বাভাবিক না বিশেষ ক্ষমতাসম্পন্ন তা জানা যায়নি।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ