ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

সিলেটে গুলিবিদ্ধ শিশু শফিক আলী বেঁচে আছে: পুলিশের সংঘর্ষে আহত

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০২-০৮-২০২৪ ০৯:৩৩:০২ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৮-২০২৪ ০৯:৩৩:০২ অপরাহ্ন
সিলেটে গুলিবিদ্ধ শিশু শফিক আলী বেঁচে আছে: পুলিশের সংঘর্ষে আহত পুলিশের কোলে আহত শিশু শফিক আলী। ছবি: সমকাল

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘প্রার্থনা ও গণমিছিল’ কর্মসূচিতে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে আখালিয়া এলাকার মাউন্ড এডোরা হাসপাতালের সামনে সংঘর্ষের সময় শফিক আলী (১২) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়। তার মাথা ও হাতের বাহুতে গুলি লাগে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও, হাসপাতাল সূত্রে জানা গেছে, শফিক আলী মারা যায়নি।

 

মহানগর পুলিশের গণমাধ্যম শাখা জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মাউন্ড এডোরা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শিশুটির সুস্থ থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শফিক আলী সিলেটের ছাতক উপজেলার ছনবাড়ি এলাকার আমির আলীর ছেলে এবং শাবিপ্রবি পার্শ্ববর্তী বড়গুল এলাকার বাসিন্দা।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শফিক আলীর মৃত্যুর ভুল খবর প্রচার হওয়ায় উদ্বেগের সৃষ্টি হয়। তবে হাসপাতালের নিশ্চিতকরণে তার পরিবারের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ ও হাসপাতালের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শফিক আলীর চিকিৎসা চলমান রয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত।








 

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ