ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

গাজা‍য় যুদ্ধবিরতি আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’

আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ১১:২৯:০৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ১১:২৯:০৩ পূর্বাহ্ন
গাজা‍য় যুদ্ধবিরতি আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’
হামাস ও ইসরায়েলের মধ্যে গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য কায়রোতে অনুষ্ঠিত আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা যাচ্ছে বলে জানিয়েছে মিশরের দুটি নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র।

সূত্রগুলোর বরাতে মঙ্গলবার রয়টার্স জানিয়েছে, অবরুদ্ধ গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির বিষয়ে দুই পক্ষের ঐকমত্য তৈরি হয়েছে, তবুও হামাসের নিরস্ত্রকরণসহ কিছু বিষয়ে এখনও জটিলতা রয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, চলমান যুদ্ধবিরতির আলোচনায় মিশর এবং ইসরায়েলি প্রতিনিধিরা অংশ নেন। যদিও মধ্যস্থতাকারী মিশর এবং কাতার সর্বশেষ আলোচনার অগ্রগতি সম্পর্কে এখনও কোনো প্রতিবেদন দেয়নি।

মিশরের গোয়েন্দা প্রধান জেনারেল হাসান মাহমুদ রাশাদ কায়রোতে রোববার রাতে ইসরায়েলি কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডার্মারের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে দেখা করার কথা জানিয়েছে দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত আল কাহেরা নিউজ।

সোমবার রাতে ইসরায়েলের অধিকৃত জেরুজালেম অংশে এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ডার্মার বলেছেন, নেতানিয়াহু সরকার হামাসের সামরিক সক্ষমতা ভেঙে ফেলা, গাজায় তাদের শাসনের অবসান ঘটানো, উপত্যকাটি যাতে আর কখনোও তেল আবিবের জন্য হুমকি না হয় এবং জিম্মিদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ