ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

রাজবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৫

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০২-০৮-২০২৪ ০৮:৪৫:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৮-২০২৪ ০৮:৪৫:০৯ অপরাহ্ন
রাজবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৫

রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (২ আগস্ট) সকালে রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে রয়েছেন রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের বাসিন্দা বিএম নাজিম উদ্দিন (৫০) এবং কুষ্টিয়ার মহদিপুর গ্রামের ইমারুল ইসলামের ছেলে ট্রাকের হেলপার সাকিব ইসলাম (১৮)। অপর নিহত একজন বাসযাত্রীর পরিচয় এখনও জানা যায়নি।

 

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আলী জানান, "কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী একটি লোকাল বাস রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে কুষ্টিয়াগামী সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায়। ঘটনাস্থলেই বাসের চালক নিহত হন।"

 

আহতদের স্থানীয়রা উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠান। রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন জানান, "দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ট্রাক চালক সালাম (৩০) চিকিৎসাধীন রয়েছেন। অন্য দুই বাসযাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।"

 

রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা বলেন, "বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।"

 

এ দুর্ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ ছিল। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ