বাবা শহিদ জসিমের কবরের পাশেই শায়িত হবেন লামিয়া
আপলোড সময় :
২৭-০৪-২০২৫ ০৫:১৯:২২ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০৪-২০২৫ ০৫:১৯:২২ অপরাহ্ন
জুলাই গণঅভ্যুত্থানে ঢাকায় শহিদ হওয়া পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের কন্যা লামিয়াকে (১৭) বাবার কবরের পাশেই দাফন করা হবে।
রোববার (২৭ এপ্রিল) বিকেল অনুমান চারটার দিকে পটুয়াখালীর পাংগাশিয়া ইউনিয়নে জানাজা শেষে তাকে দাফন করা হবে। এর মধ্যে কবর খোঁড়া ও জানাজার স্থান প্রস্তুতের কাজ করা হচ্ছে। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে লাশ নিয়ে রওনা হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২৬ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার ৬ নম্বর রোডের একটি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লামিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে শোকাহত স্বজনসহ এলাকাবাসী।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ পটুয়াখালীর পাংগাশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে লামিয়া সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। সাহসিকতার সঙ্গে তিনি নিজে থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। এর মধ্যে দুমকি থানা পুলিশ অভিযুক্ত সাকিব ও সিফাতকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স