‘নারীদের বিষয়ে জামায়াতের ভূমিকায় সন্তুষ্ট ইইউ’
আপলোড সময় :
২৭-০৪-২০২৫ ০২:৩৩:৩৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০৪-২০২৫ ০২:৩৩:৩৯ অপরাহ্ন
সংখ্যালঘু ও নারীদের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকায় ইইউ সন্তুষ্ট বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে মগবাজারে জামায়াতের অফিসে দলটির আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বৈঠক করেন। বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফিংয়ে মোহাম্মদ তাহের এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, নারীদের অধিকারের ব্যাপারে জামায়াত অত্যন্ত সচেতন। তবে যৌনকর্মীদের লাইসেন্স দেয়া নারীদের জন্য অত্যন্ত লজ্জাজনক। তাই এ বিষয়ে দ্বিমত পোষণ করেছে জামায়াত। সব মিলিয়ে সংখ্যালঘু ও নারীদের বিষয়ে জামায়াতের ভূমিকা নিয়ে ইইউ সন্তুষ্ট হয়েছে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার টাইমলাইনের বিষয়টিকেই গুরুত্ব দিয়েছে জামায়াত। নির্বাচনকে সুষ্ঠু করার ক্ষেত্রে প্রতিটি কেন্দ্রে জামায়াত সিসিটিভি ক্যামেরার দাবি করেছে।
প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে জামায়াত ভারসাম্য চায় বলে জানিয়েছেন তিনি।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স