লালমনিরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সারাদেশে পুলিশের গুলিতে শিক্ষার্থীদের নিহত ও আহত হওয়ার ভিডিও মহাসড়কে প্রজেক্টরে প্রদর্শন করা হয়েছে। এতে লালমনিরহাট জেলা শহর ও আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার (২ আগস্ট) রাতে লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রজেক্টরে মর্মান্তিক এই দৃশ্যগুলো দেখেন। শিক্ষার্থীরা কালেক্টরেট মাঠ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মিশন মোড়ে পৌঁছে, সেখানে বড় পর্দা বসিয়ে ভিডিও প্রদর্শন করে।
ভিডিও প্রদর্শনের আগে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। অনেকেই মার্কেটের বারান্দায় দাঁড়িয়ে বড় পর্দায় এসব দৃশ্য দেখে। শিক্ষার্থীরা তাদের দাবিগুলো তুলে ধরে বিভিন্ন স্লোগানও দেয়। এ সময় লালমনিরহাট-বুড়িমারী এবং লালমনিরহাট-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ শুক্রবার দুপুরের পরে মিশন মোড়ে শিক্ষার্থীরা পুনরায় বিক্ষোভ মিছিল নিয়ে পুরো শহর প্রদক্ষিণ করে এবং একই স্থানে এসে অবস্থান নেয়। পুলিশ উপস্থিত থাকলেও শিক্ষার্থীদের আজ বাধা দেয়নি। বিগত দিনের চেয়ে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল বেশি।
শিক্ষার্থীরা তাদের আন্দোলনের প্রতি সমর্থন জানাতে এবং তাদের দাবিগুলি তুলে ধরতে একত্রিত হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।