‘জনগণ পাঁচ বছর চাইলেও নির্ধারিত সময়ে নির্বাচন’
আপলোড সময় :
২৭-০৪-২০২৫ ১০:২২:২০ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৭-০৪-২০২৫ ১০:২২:২০ পূর্বাহ্ন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জনগণ অন্তর্বর্তী সরকারের মেয়াদ পাঁচ বছর চাইতেই পারে। তবে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় রোমের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর নির্বাচন নিয়ে যে দাবি, সে দাবি আমরা শুনছি। সংস্কার কাজ এবং জুলাই চার্টার সম্পন্ন হওয়ার পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। সরকার এ বিষয়ে যথেষ্ট সজাগ রয়েছে। অপ্রয়োজনীয় কারণে আমরা একদিনও নির্বাচন দিতে দেরি করব না।
নির্বাচন নিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টা একাধিকবার স্পষ্টভাবে বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণেও এই বিষয়টি পরিষ্কার করেছেন। এরপর কোনো রাজনৈতিক দল কী বলল, সেটা সরকারের দেখার বিষয় নয়।
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ নিয়ে প্রেস সচিব বলেন, পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশগ্রহণ এবং শেষ শ্রদ্ধা জানাতে ড. মুহাম্মদ ইউনূস সরাসরি দোহা থেকে রোমে পৌঁছান। পোপের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে এ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। বিশ্ব নেতাদের সঙ্গে তার সাক্ষাৎও হয়েছে।
ইতালিতে বাংলাদেশের বাজার সম্প্রসারিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ইতালিতে বাংলাদেশি উদ্যোক্তাদের মাধ্যমে গার্মেন্টস খাতে ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এর মধ্যে একশর বেশি বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। সিরামিকসহ অন্যান্য পণ্যও বাংলাদেশ থেকে ইতালিতে রফতানি হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স