ডাকাতিতে বাধা দেওয়ায় সেনাসদস্য গুলিবিদ্ধ
আপলোড সময় :
২৬-০৪-২০২৫ ০৩:৫৮:১৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০৪-২০২৫ ০৩:৫৮:১৬ অপরাহ্ন
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ডের একটি দোকানে ডাকাতিতে বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন শহিদুল ইসলাম সায়েম (২৫) নামে এক সেনাবাহিনীর সদস্য।
শনিবার (২৬ এপ্রিল) ভোর রাত সাড়ে ৩টার দিকে মেখল রোডের মাথায় গাউছিয়া গ্রোসারিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে দোকানের হিসাব-নিকাশ করার সময় চারজন মুখোশপরা অস্ত্রধারী দোকানের রাসেদকে জিম্মি করে ক্যাশের টাকা ও দামি সিগারেটসহ বিভিন্ন মালামাল নিয়ে যাচ্ছিল। বাসার সিসি ক্যামেরায় এ দৃশ্য দেখে সেনাসদস্য সায়েম (রাসেদের ছোট ভাই) বাসা থেকে নেমে দোকানে আসছিল। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে সায়েম গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তকে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে সিএমএইচে নিতে বলেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত আইসিইউতে পাঠিয়ে দেন। খবর পেয়ে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি।
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন বলেন, বর্তমানে আমি প্রটোকলে আছি। পরে বিস্তারিত জানানো হবে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স