ঢাকা , শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ , ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

হৃতিককে ‘সুপুরুষ’ বলে মনে হয় না সামান্থার

আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ১২:৫৯:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ১২:৫৯:৫২ অপরাহ্ন
হৃতিককে ‘সুপুরুষ’ বলে মনে হয় না সামান্থার
হৃতিক রোশনের সৌন্দর্য হলিউড তারকাদেরও টেক্কা দিয়েছে। সেরা সুপুরুষের তালিকায় অনেক হলিউড স্টারকে টপকে গিয়েছেন হৃতিক। তিনি সুন্দর পুরুষ নন, এ কথা অস্বীকার করার মানুষের সংখ্যা কম। সেই কম সংখ্যক মানুষের তালিকায় নাম আছে সামান্থা রুথ প্রভুর। তার নজরে হৃতিক ততটাও সুন্দর নন। বলিউডের ‘হ্যান্ডসাম হাঙ্ক’কে ১০-এ নম্বরও দিয়েছেন সামান্থা।

এক সাক্ষাৎকারে সামান্থাকে জিজ্ঞেস করা হয়েছিল, হৃতিককে ১০-এ কত নম্বর দিতে চান তিনি। হাসতে হাসতে সামান্থা তাকে ৭ নম্বর দিয়েছিলেন। 

তারপর এও বলেছিলেন, এই কথা শুনে অনেকেই হয়তো আমার ওপর রেগে যাবেন। তবে আমি এটাই বলব যে, হৃতিককে আমার ততটাও সুন্দর পুরুষ বলে মনে হয় না। তাকে ১০-এর মধ্যে ৭-এর চেয়ে বেশি নম্বর দিতে পারব না।

তাহলে ১০-এ ১০ কাকে দিয়েছিলেন সামান্থা? অভিনেত্রী জানিয়েছিলেন, দক্ষিণী তারকা মহেশবাবুকে তার বেশ ভালোই দেখতে লাগে। তাকেই ১০-এ ১০ দিয়েছিলেন সামান্থা। তিনিই সামান্থার চোখে সবচেয়ে সুন্দর পুরুষ।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ