ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

নরসিংদীতে শিক্ষার্থীদের ওপর হামলা: ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে অভিযোগ

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০২-০৮-২০২৪ ০৮:১২:২০ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৮-২০২৪ ০৮:১২:২০ অপরাহ্ন
নরসিংদীতে শিক্ষার্থীদের ওপর হামলা: ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে অভিযোগ ছবি: সংগৃহীত

নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা। অভিযোগ উঠেছে যে, পুলিশের উপস্থিতিতে লাঠিপেটা করে আন্দোলনকারীদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

 

শুক্রবার (২ আগস্ট) বিকাল ৩টার দিকে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি নিয়ে বিকেল ৩টার দিকে সদর উপজেলা মোড়ে নরসিংদী প্রেসক্লাবের সামনে জড়ো হন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। তারা নানা স্লোগান দিতে থাকেন। মিছিলটি প্রেসক্লাবের সামনে পৌঁছালে যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের কর্মীদের বাধার মুখে পড়ে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকসহ অন্তত ৫ জন আহত হন।

 

নরসিংদী সদর থানার ওসি তানভীর আহমেদ গণমাধ্যমকে জানান, "আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।" শিক্ষার্থীদের উপর হামলার এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় জনগণ। শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে শান্তিপূর্ণভাবে নিজেদের দাবিগুলি আদায়ের প্রত্যাশা করছেন।





 

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ